নদীমাতৃক দেশে জলের উপমা নিরর্থক,
চলনে বলনে এ নিয়েই রাতদিন বকবক।
খরায় চোখের জল বা বর্ষায় ঝড়তুুফান
মেনেই এগিয়ে চলাও কী আর মুক্তিস্নান?


খেয়ার খেয়াল কখ‌নোবা মনে চেপে বসে,
মনে পরে শ্মশানবন্ধু কেবল হিসেব কষে।
দুকূলে সমানে লাশ ভাসে 'ঠাকুরের লাশ',
দুদিন আগে পুজোতেই ছিল নাভিশ্বাস।


এভাবে পার আলগা! তবুও চড়া ছাড়েনা,
উপমার সাথেসাথে নদী এগোতে পারেনা।
জলের উপমায় শুধুই নিঃশর্ত ধারাপাত,
দেখি,নবদিগন্তে আসে যদি নতুন প্রভাত!