সাঁঝ বেলাতে              আঁধার সাথে
           ঝিঁঝিঁর আসর বসে।
প্রদীপ নিয়ে               শাঁখ বাজিয়ে
           সন্ধ্যা নেমে আসে।।


জোনাক আলো         লাগছে ভালো
           আবছা আঁধার রাতে।
কাজের মাঝে          আলোর সাজে
          রইবো জোনাই সাথে।।


রাতের বাতি             জ্বাললে ক্ষতি
           এমনি নিঝুম বনে।
ইচ্ছে শুধু                  আলোর যাদু
         দেখবো জোনাক মনে।।