বাদল-বর্ষা


এক) বাদল


              বাদল,
বলছে 'দেদোল দেদোল' ভুলে
       ঝড়ের নেশায় দুলে
           বাজায় ঢুলে
              মাদল।


               আদল,
            যদি বদলায়
       ওই অবিচল ভাবনায়
   দিগন্ত রাজ রাতের শোভায়
              পাগল।


দুই) বর্ষা


             বর্ষা,
        আকাশ ছেয়ে
    বাতাস বিজ্লি নিয়ে
রানীর বেশে চমকে দিয়ে
           সহসা।


           ভরসা,
জাগায় সজীব প্রাণে এসে
    নবীন জীবন বেশে
       রাতের শেষে
           ফরসা।