ট্রেনে চড়ে সব একসাথে,
বেড়াতে যাই পাহাড়েতে।


ছোট্ট ঝর্ণা পাহাড় ঘেরা,
সেখা‌নে কেউ দেয় না বেড়া।
বাঁশি বাজে মধুর সুরে,
ঝুপড়ি থে‌কে একটু দূরে।


আকাশ হতে বৃষ্টি ঝরে,
ময়ূর নাচে নদীর পাড়ে।
দুলছে ফল গাছের ডালে,
পাহাড় পাড়ের ও জঙ্গলে।


এসব দেখেই মনটা পাগল,
চাইনা দিতে ঘরের আগল।


******************


***আমার এক ছোট্টসোনার
জন্যেই আজকের  এই লেখা।