হাটকরে দরজা খুলে
বেড়িয়ে এলো একটুকরো মেঘ
হটাৎ কেন যে তার এই নিষ্ক্রমণ
বোঝা গেল না
যেন সিলেবাস ছাড়িয়ে,
গভীর শূন্যতায় সে কী এমন পেলো?
জোনাক জলা আলো
নাকি অন্ধকারে নিশ্ছিদ্র বিবর...


ঘোর রহস্যাবৃত পানা পুকুরে
ঢিল মেরে দেখো
কতই না দলগত মিল চারপাশে
মূহুর্তে ভরাট হয় আপাত ফারাক,
তাদের নিয়ে বেশ তো আছে
সুশৃঙ্খলে দলবদ্ধভাবে ওই জলের জীবন,
তবে কেন সমস্যায় আজ
অপেক্ষাকৃত শ্রেষ্ঠ এই মানব সমাজ...


দূর দূরে বলেই না কেবল চেনার আকর্ষণ,
আর তা দুর্বার বলেই হয়তো
স্বভাবগত ভাবেই বেড়িয়ে আসে যত
প্রেমের নয়ছয় ও ছলাকলার পাণ্ডুলিপি,
এবারে অন্তত এক‌টি প্রস্তুতি রাখতে হবে।
সেই মেঘের মতই আরও একবার
কপাট ভেঙে বেরোতেই হবে
চিরপরিচিত এক আলোর সন্ধানে...