বেশকিছুটা আগুনের গোলা
ছড়িয়েছিটিয়ে এদিকেওদিকে আশেপাশে
এরা সকলে কেবলমাত্র সমস্যা নিয়েই
খেলতে ভালবাসে
অথচ রবিঠাকুরের 'ওই মহামানব আসে'
অস্থিরতার এই জীবন দেখে হাসে...


যদিও ডরাই তাকে তবু সে কাছে এসেছে
একবারই শুধু তার ছোঁয়া পেয়েছি
ছোঁয়া দিয়েই ডেকে নিয়েছে
নিজেকে সবার থে‌কে তাই দূরেতে রেখেছি
স্বাক্ষরে অক্ষর বোধ যেন কখন ভুলেছি
সাথীহারা হয়ে আজো বন্দী রয়েছি...


সমস্যার কাঁচা ঘর পাকা হবার মুখে
দিব্যি কাটাচ্ছে দিন জঞ্জাল নিয়েই সুখে
দেখতে পাচ্ছি আগুন গোলাগুলো
এক অজানা অন্ধকারে শুধুই এলোমেলো
বিভ্রান্তির পরিবেশে খুঁজছি আতিপাতি
জলন্ত শলাকা অভাবে বাড়ছে কেবলই ক্ষতি...