গলিটা ছাড়িয়ে ঢুকেছে নতুন চোরাগলি
মরণকাঠি নিয়ে একবার ছুটেছিলাম
বেড়া টপকে ঢুকতে পারিনি
বাজারে এখন থ্রিলারের রমরমা
না হয় একটু ভয়ই পেলাম
ভয়হীন মানুষ তো হালধরা মাঝি...


পুরোনো গলিতেও এখন যাই না
ওখানে এখনো মানুষে মানুষে লড়ে
আর চোরাগলিতে মেশিন কথা বলে
ওরা অনলাইনের কারবারী
ওখানে বুদ্ধিজিবীতে ঠাসাঠাসি
প্রয়োজনে যারা মাথা চিবিয়ে খায়...


দুপক্ষের তফাৎ এখন পরিস্কার
তবু দুপক্ষ মিলিয়ে জম্পেশ ভুতের গপ্পো মেলে না
ওরা সবাই হারিয়ে যেতে ভালবাসে
বড়রাস্তা পেরিয়ে চারপাশের ঘন কুয়াশায়
মানুষ খোঁজা?
কাকস্য পরিবেদনাই বটে...