ঠিকমতো গর্ত না খুঁজে পাওয়া পর্যন্ত,
খরগোশ ছানার কতই না লাফালাফি!
তাড়া খেয়ে সমানে সে এদিক ওদিক।


নজরেতে এক‌টা খোপ পেলে চুপচাপ,
নিশ্চিত ঘাড়গুঁজে দিব্যি মুখ লুকোয়।
নিজে না দেখলে - কেউতো দেখে না।


এই ঘটনা চলছে বেশ নিত্য নিয়মিত,
অভ্যেসবশতঃ নানান রকম সব চিত্র,
শুধু গর্ত খোঁজা, পেলে ডুবতেই চাই।


কত কিই না ভাবি 'এটা কি কবিতা?'
মেলাতেই পারি না পাওয়া জলছবি,
কাঁটাছেঁড়া করে ডাস্টবিনে জঞ্জাল।


ওরা সবাই নিছক ধোঁকা দিয়ে যায়।
কেউ কেউ বেশ তাড়িয়ে স্বাদ নিয়ে,
নজরকাড়ার মত কবিতা সৃষ্টি করে।


এরা তুলনামূলকভাবেই বড় মাপের,
আমি শুধুই মুখগুঁজে কলম চালাই,
মন গহিন থে‌কে কখনো সাড়া পাই...