আমার মৃত্যুর পরে ;
আমি কারো মনে ঠাঁই পাব,
আমাকে নিয়ে মিছিল হবে,
ভাবতে পারি না।
কেন না আমি একদমই কেউকেটা নই।
কেউ যদি দুঃখ পায়,
তা ঈশ্বরের দরবারে রেখে
শূন্য হাতে ...


সবাই দুঃখ পাবে,
এমন আশাও করি না কক্ষনো,
পরিচিত গুটিকয়েক মানুষ ...


পাওনাদার যারা,
হাজির হবে
মুখ চেনাতে উত্তরাধিকারিদের,
আর এমন কিছু মানুষ -
যারা না কাঁদলেই নয়
সবাই মন্দ বলবে,
তাদের তো কাঁদা প্রয়োজন অবশ্যই ...
পাছে লোকে কিছু বলে।


সত্যি বলতে,
কতটুকুই বা ওদের দিতে পেরেছি নিজে!


কিন্তু যদি একজনও-
শ্রদ্ধাবাসরে উপস্থিত হয়ে,
শ্রাদ্ধ করে এই অভাজনটিরে,
মানতেই হবে-
আমারও সেক্ষেত্রে ত্রুটি ছিলো কিছু না কিছু,
আর তাই...এখন থেকেই ...
সতর্ক হওয়ার জন্যে সিদ্ধান্ত নিলাম।


এখনই ,
কারণ কাল কখনোই আসে না।