ক্রীতদাস কেনার মতই
       কলম বেচাকেনা,
সত্য খুঁড়িয়ে চলছে
       নিতান্তই অচেনা।


তবুও কিছু মাথা
            হাহুতাশে মরে,
কোথায় চারণগাঁথা
          অমর চিরতরে?


কলমের গাঢ় মসী
            যদিও বা ঝরে,
স্থবির হয় গড়িমসি
           নানা পুরস্কারে।


এমনই আরও  চলবে
        বলোনা কতকাল?
ছিন্ন তো করতেই হবে
         চক্রান্তের জাল।