কালবেলা পার করা শিখে
বসে বসে আজ ঢেউ গুনি,
বালুকা বেলার হাল লিখে
ভেসে চলে সুরে কিঙ্কিণী।


ফাটা ঢেউ বেদনা মূর্ছনা
অসহায় হাহাকারই করে,
পুঞ্জিভূত যত তার ফেনা
কূলেই আছড়ে ঠিক পরে।


সৃ‌ষ্টিক্ষণেই বও অশ্রুকণা
বুকের কষ্ট সবতো জানো,
ভাগ করে নাও না বেদনা
কালরাত্রি পারেতে আনো।