দেখে মুখভার              বললে আবার
            "কালোটিপ মুছে গেছে",
দেখোনি তো আর       দু'গাল তোমার  
             কত লাল হয়ে আছে।


পাগলের বেশে          গোপনেতে এসে
            বুকে টেনেছিলো বলে,
সূর্য আকাশে                  আশ্রয় শেষে
            পেলব গালেই ঢলে।


কাঁধে হাত রেখে            নিজের অলখে
            জানতে চেয়েছি আমি,
''বলো না প্রিয়াকে,    বলো কাছে ডেকে,
             শুধুই আমার তুমি''।


বলেছিলে নাচি,            হয়ে কাছাকাছি,
               লজ্জায় নত মাথা ,
"কেমনে তা যাঁচি,          শরমে না বাঁচি,
             বলা যায় নাতো কথা!''


হৃদি কম্পন                    সম স্পন্দন
            বড় তড়িঘড়ি বুকে,
মহা বন্ধন                    সুখে দুটি মন
             দৃষ্টি নয়ন সুখে।


আমি তারপরে           সরে গেছি দূরে
           পাছে কেউ দেখে ফেলে,
মনোবাঞ্ছারে                  পূর্ণতা ভরে
             রাখলে নিজ দখলে।


আরশিতে দেখে           কিছুদূর থেকে      
           কালো টিপ গেছে মুছে,
বলো মুখ ঢেকে,        "রাখি টিপটাকে
            আমার বুকের মাঝে?"