তালকানাদের গাইতে দেখেই
তালও ভাবলো গাইবে,
চোখ কানা? নেই কুছপরোয়া
পানা ডোবায় নাইবে!


ডোবার ধারেই ভবার বাড়ি
গায় সে চোঙা ফুঁকে,
তালটা পেয়ে মজাই হলো
তুললো গন্ধ শুঁকে।


রাখলো দুদিন মাটির ঘরে,
গাইতে তাল অধীর...
ভীমপলেশ্রী রাগটি ধরেই
তাল ফেটে চৌচির।


ভবার কপাল মন্দ বলেই
তালকানা সংসার,
আয়েশ করে পায়েস খাওয়া
হলো না আর তার।