হে কাঞ্চনজঙ্ঘা শুধু তোমারে সাজাতে
উদিত ঐ রবিপ্রভা দিগন্ত শোভাতে
আজ প্রভাতে। হলুদে আর লাল রঙে
প্রান্ত নৃত্যরত নানা বর্ণালির ঢঙে।
সম্মুখে পর্বত দেখি বাঁধা সৃষ্টি করে
যেন চায় - কাঞ্চনকে রক্ষা করিবারে।
কিন্তু কেউ স্তিমিতে কি পারে রবিকরে?
মাতিছে লজ্জিত কন্যা কাঙ্ক্ষিত শৃঙ্গারে।


কাঞ্চনের শিরেতে নব রক্তিমাভা
ধীরে ধীরে বক্ষোপরি গ্রাস করে শোভা।
নৃত্যরতা গিরিকন্যা সুবর্ণে সজ্জিত
বহু বর্ণে দেবধাম ভুষন রঞ্জিত।
তাঁদের সে লীলাখেলা চলে দীর্ঘক্ষন,
দৃশ্যপটে নৈসর্গিক মননে ভ্রমন।