কোনো এক দুপুরে
সুর তুলে নুপুরে
বেজেছিলো দূরালাপে রিংটোন,
আজো সেই আলাপন
হয়নি বিস্মরণ
এলোমেলো কথা কয় দুটি মন।


বদলের দুনিয়ায়
ঠাঁই মেলা বড় দায়
কাজভারে ডুবে যায় কত কী,
আলাপ তবু চলে
কথায় মনটা গলে
সময়ে শুকিয়ে যায় কেতকী।


এপ্রিল ফুলে ভরা
পাহাড়ী দুই চূড়া
দৃষ্টিতেই হয়ে যাবে ঝাপসা,
তবু কাঁপন জাগে
স্মৃতি ভালোই লাগে
মনটা মউতাতেই থাকে খোলসা।