বোশেখ দুখে শেষের মুখে
কালবোশেখি গেলি কই?
বিবশ কালে নাচমহলে
পরিবেশও ছেটায় খই!


আরাম ঘোরে এ.সির জোরে
বাতাস তো ছেড়েছে ভুঁই,
গরম তাতা!  কৃত্রিমতা-
ঠেকা দেয় তালেতে ওই।


মেঘের মন ভরা দুষণ
নাচমহলে তাইতো মেঘ,
বৃষ্টিধারা আনবে কারা!
পাচ্ছে কই বলতো বেগ?


এমনি চলে দহন জালে
নতুন কেচ্ছা রাত্রিদিন,
কর্মফলে ছাড়ে না মূলে
দেবের তা হিসেবাধীন। -