রক্ত কার?
কেউ কি কারো?
কোন রক্তপিপাসুই বা রক্ত চায়!
যারা মাতে রক্তের নেশায়..
তারাও তো একই কথা জানে,
রক্তের কী মানে।


সূর্যোদয় হতে,
সেই সূর্যাস্তের পথে...
রক্তিমের নেই অবসান,
উদয়ে বা বিদায়ে সেই একই তান।
রক্ত আছে বলেই আছে প্রাণ,
কেন তারে কর বলিদান?


সূর্যপুত্র তুমিও,
তুমিই বিরাট,তুমিই মহান,
সূর্যের বলে, আজো তুমি বলীয়ান।
তবু কেন ভুলছো অবস্থান ....
কারই বা প্রান! কেই বা করে খানখান,
অথবা কেই বা করে দান ...