অশান্ত পথে ক্রমাগত হেঁটে হেঁটেই
আজ বসন্ত কৃষ্ণচূড়া রঙেই রঙ্গিন,
হাতধরে তোলার লোক দূরে দূরেই
আরশিতেই চমকায় দিন প্রতিদিন...


একান্ত নির্জনেই ভাষাহীন বিহঙ্গেরা
গুমখুনেও অভ্যস্ত মৈথুন ক্লান্ত মনে,
শুধুই জাবরকাটার কোন বিশ্বসেরা
প্রতিযোগিতা গতানুগতিক জীবনে...


কতকাল চলবে আর হায়না গর্জন?
চেয়েছিলাম একটু মানবিক আশা!
কালো ধোঁয়ার ধরায় নেই ব্যাকরণ,
কে আর দেখাবে সাদা ভালোবাসা...