বাজারমুখো রাস্তাগুলো জঞ্জালে ভরা
ওপরতলায় যেতে সিঁড়ি টপকানো
আর ভাল লাগে না
হয় লিফট নয় এস্ক্যালেটর রংবেরঙের
ওপরে উঠতে নজরে পড়ে না সেসব।
কিন্তু মাঝেমধ্যে নীচেও নামতে হয়
ঠিক তক্ষুনি বুকটা কেঁপে কেঁপে ওঠে
পথগুলো জঞ্জালে ভরা...


মুড়িঘন্ট তো দারুণ প্রিপারেশন  
আর তাই  মাথাবিক্রি তো আছেই
হরদম ছড়িয়ে ছিটিয়ে নানান সাইজের।
এ ছাড়াও টুকরো মাংস, হাড়গোড়
অভাব কিছুই নেই
তাও সবই এদিক ওদিক ছড়ানো ইতঃস্তত
ইচ্ছেমতই পড়ে আছে
কেউ কিছু হিসেবও রাখেনা
ঠিক তাই পথগুলো জঞ্জালে ভরা...


তবু উপায় নেই,
শ্মশানের পথটা ওই নীচের থেকেই শুরু...