কেউ ভাবে না
একটা একটা ইঁট গেঁথে
একসময় দেয়াল উঠে যায়,
বাধা পায় না
কারণ, কেউ ভাবে না...


একদিন আসে
কেউ কাউকে দেখতে পায় না,
জল গড়িয়ে যায়,
কেউ সময় পায়না দেয়াল ভাঙার-
শুধু বিস্মৃতির আঁধারে হাতরানো...


দুপারের কথা
কারো কানে যায়না,
কানে না পৌঁছুলে
মানে কেইবা খোঁজে?
তবুও ঝড়ে দেয়াল টুকরো হয়...


আর সময় নেই ঘুরে তাকানোর,
ছন্দ জীবন ছেড়ে দূর বহুদূরে,
কেউ ভাবেনা
কেউ বোঝেনা
এভাবেই ছাদে ধ্বস নামে...