গমক জাগে চমক লাগে
               বাঁকের মুখে নদী,
নিত্য ধারায় চিত্ত হারায়
              কূল নাই নিরবধি।


করে না ভুল উদাস বাউল
                  দরদী একতারা,
মেঘলা ঘাটে জীবন পটে
               নামায় সন্ধ্যাধারা।


সীমায় বেড়া ঘর না ফেরা
                     খণ্ডচিত্র মাঝে,
দলছুট পাখি আজ একাকী
             পিয়া নেই এ সাঁঝে?


ভোরের বেলায় মন খুঁজে যায়
             পাবে কি ফের দেখা?
যাবার যে যায় আপন কূলায়
               নদীহারা মন একা।