একদিন চেনাজানা অক্ষরগুলো নিয়ে
দিব্যি চলে গেছিলে
একবারও ভাবো নি মুহূর্তের জন্যে
আর কারও বলার মত কিছু থাকতেও পারে
সেই থেকেই বোধহয় বোবা হয়ে গেছি
চেয়ে চেয়ে দেখেছি হাওয়ায় ওড়ানো চুলগুলো....


অনেকবার চেষ্টা করেছি
নতুন কিছু শব্দ নতুনভাবে সাজাই
কিন্তু কথাগুলো সাজাবার মতো শব্দ পাই নি
হয়তো যে তরঙ্গ হৃদয়তন্ত্রিতে বাজে
অভিধানের পাতায় তা চিহ্ন রাখে না
মেলে না হারানো দিন যা ঝড়ের খড়কুটো...


এখন তার পালতোলা নৌকো অনেকদূরে
হয়তোবা মানবজমিন সীমানাও ছাড়িয়ে
মায়া বাড়িয়ে যখন লাভ নেই
মায়া কাটানোই বুঝি আবশ্যক তখন
এবারে তাই শব্দের প্রতি কলঙ্কিত মোহগুলো
খোলা আকাশের বুকেতেই উড়িয়ে দিলাম ...