অনেকটা পথ বেকার চলা
হাম্বড়া ভাব কমলো কই?
চলনে বলনে ফাটাই গলা
যুজুর ভয়েই কুঁকড়ে রই।


এদিকে ওদিকে টাকার খেলা
গাদাগুচ্ছের পুরস্কার,
ইচ্ছে মতোই ছবির মেলা
কমতি কেবল কলমে ধার।


সময় কোথায় ব্যস্ত সব
আগে পড়ে নেই সুনামে শেষ,
বুজরুকিতেই শ্মশানে শব
উথলে পড়বে, কাটলে রেশ।