নানারঙের দিনগুলো
চিরকাল ধরে রাখা যায়না,
ওরা কেউ ক্যামেরা বন্দী ছবি নয়...
স্মৃতি খুবলে যতটুকু এদিক ওদিক
তাতেই তৃপ্তির এক চোঁয়া ঢেকুর...


কখনো কখ‌নো বারান্দায় রোদ খোলামেলা,
ভাগাভাগির যন্ত্রণা উৎরে,
কার্নিশের ওপর থে‌কে অজগর রাস্তা দেখে-
কোনোমতে বসে বসে দিন গুজরান,
এককালের কার্লিং হেয়ারে আজ সাদামেঘ...


অজস্র মুখের ভীড় থেকে
স্বপ্নরঙীন গুটিকয়েক দিনের নেগেটিভ ;
মুঠোখুলে উড়িয়ে দিতে, প্রাণে বাজে...
তাই কখনো লুকিয়ে রাখি কৃষ্ণগুহায়
কখনোবা ভাসিয়ে দিই উন্মুক্ত চাঁদের আলোয়...