কিছু ফুল ফোটে ভোমরাও জোটে,
চোখে আসে নাতো দেবতার মোটে।


কিছু কথা ওঠে কিছু কথা ছোটে,
কিছু তার থাকে রাঙা ওই ঠোঁটে।


সারাদিন খাটে তরী নেই ঘাটে,
ব্যথ ভরা মনে  রয়ে যায় মাঠে।


জীবনের বাটে দিন শুধু কাটে,
কাল মেপে কেবা যেতে পারে হাটে?


দিন যায় আসে নেই কেউ পাশে ,
রথে চাকা আঁকা সাঁঝতারা হাসে।