এক) এক‌টি দীপ


রোষানলে সব ছাই
কিছু মানবতা চাই।


দুই) দেহ আলো


চোখ রাখলে অন্য চোখে,
মরন পরে সেও তো দেখে।


তিন) লাল কালি


এখনো কলম হয়নি মুগুর,
শুধরে না নিলে হবে চুরচুর।


চার)  অতিকথন


প্রচার যখন বিচার ছাড়ায়,
একশো কথাও একই শোনায়।


পাঁচ) মুক্তোধারা


বিরহী হিয়ার স্মৃতি সম্বল,
রেখে যায় শুধু নয়নের জল।


ছয়) জীবন আয়নায়


জন্মের মূল শর্ত মরণ,
কর্মফলেই কিছুটা স্মরণ।