সেও এক মহামারিই ছিলো,
কলকাতা ছেড়ে প্লেগে মানুষ দূরে,
পেনেটির বাগান বাড়ীতে প্রথম রবির উদয়।
ধন্য হয়েছিল আজকের গোবিন্দ হোম,
এখন যা অবৈতনিক মহিলা ছাত্রী নিবাস,
গঙ্গার তীরের পানিহাটি গ্রামে।


বেশ কিছু বছর ধরে কবির প্রণামে,
রমরম করতো পঁচিশে বৈশাখ,
"আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি..."
বিশাল প্রাঙ্গণ জুড়ে কাতারে কাতারে লোক...
দরদুরান্ত হতে মিলতো এক মিলনসায়রে-
যতসব রবীন্দ্র মনস্ক ব্যক্তিত্বেরা।
উদ্দেশ্য একটাই 'কবি প্রণাম'!


এও এক মহামারির উপত্যকায় আমরা,
এখানে নেই হাতে হাত ধরা,
নেই মিলনোৎসবের কোনই সাড়া,
বহু বছর বাদে এই প্রথম,
কবি প্রণাম মনে মনে!
নেই কোনভাবেই কোনো আয়োজন,
আজকের মানুষ গৃহবন্দী,
বাইরে নৃত্যরত মহামারি 'করোনা'। 


"উলঙ্গিনী নাচে রণরঙ্গে,
আমরা নৃত্য করি সঙ্গে। 
দশ দিক আঁধার ক'রে 
মাতিল দিক্-বসনা..."


কবির লিখনী দিয়ে,
পরিস্থিতির গাম্ভীর্য পর্যালোচনা করেই,
জানালাম অন্তিমে আমার কবিপ্রণাম।