বেশতো ছিলাম আজ্ঞাবহ
আলাদিনেরই জালে, 
দম্ভভরে কেনই বা তারে
হঠাৎ জাগিয়ে দিলে? 
এতদিনের ঘুম তোমাদের
ঘুম নিলো আজ কেড়ে,
পারছো নাতো ভাবতেই আর
কি করে উঠছি বেড়ে?


ছেলেবেলার খেলার মতন
ছুৃঁলেই 'হবে সে চোর',
এখন আমি দূর হতে দেখি
কলকব্জার জোর। 
আবার কবে পারবে করতে
ওকে বোতলে বন্দী,
পৃথিবী জুড়ে মূল কারণেই
কোমর বেঁধে সন্ধি!


অনেক দূরের মাঝে থেকেও
এক জায়গায় মিল,
বাঁচতে গেলে গড়তেই হবে-
লম্বা-চওড়া খিল।