আমি তো ছিলাম বেশ
তোমাদের চেনা ভালোবাসার দলে
কেন তবে হাতে রাখা প্রদীপটা নিয়ে
চলে গেলে নিরুত্তাপের আবহ গড়ে...
এখনো হাতড়ে বেড়াই মুঠো রোদ্দুর!


সূর্যোদয় দেখার পরে
কাঁকর বিছানো রাস্তা দিয়ে ফেরার পথে
ক্যামেলিয়া রেখেছিলে বেনীবন্ধনে
অবাক চোখে দেখেছিলাম এক দেবদূত
তবে কি ফুলেও ছিলো পারিজাতের ছাপ...


অলি বার বার মধু লুটে যায়
পুষ্প তাকে বঞ্চিত করে না পরাগ হতে
নিজের অস্তিত্ব বজায় রাখাটাই
পৃথিবীর কাছে তার শেষ অঙ্গীকার
নয় একদিন হবে বিপর্যয় পরিচয়ে...


দিন যায় রাত আসে
জ্যোৎস্নার ঢলে হারায় পাহাড় চূড়া
কিন্তু জীবনদীপ জ্বেলে
কই, কেউ তো আসে না!
এখানে এখনো জমা হারানো নিঃস্ব বিকেল...