আকাশটা লাল, মনে পড়ে জ্বলন্ত খাণ্ডব।


হয়তোবা ঝড় ওঠার পূর্বাভাস,
দম আটকে নীরব বাতাস,
একপাল ধূলো উড়িয়ে-
গাছপালাকে মুড়িয়ে,
দৃশ্যপটের হতাশা ,
জরাজীর্ণ দশা,
পরিচিত,
ভীত।


ঐ।।


রাতে ,
শূন্য হাতে,
হাতড়ে বেড়াই,
এক‌টি দিয়াশলাই,
আলো নিভে গেছে বলে।
বিজলী চমকে আঁখিতারা জ্বলে ,
যদিও জানি সবই আপাত রোশনাই,
চাপ ছাড়িয়ে ক্ষণিকের জন্যে মুক্তি চাই।


দুটি হিসেবের উর্ধ্বেই থাকে ধরনীর তাণ্ডব।