এক) রুদ্ধবাণী


বিচারকের চোখে কালো কাপড়,
তুলাদন্ডে রাজনৈতিক চাপড়!


দুই) অনন্তশয়ানে


হচ্ছে আজ জলসিদ্ধ বৃদ্ধা মায়ের হাড়িতে,
অশনিসংকেতের পথে ডুবছি মহামারীতে।


তিন) লজ্জ্বাবনত


জটিল জীবনে না পেয়ে কোনো মানে,
যেতে চায় পৃথিবীও মাটির আলিঙ্গনে।


চার) সময়ের কান্না


মুখোশ কি আর মানুষ একাই পড়ছে?
আজ সময়ও মুখোশ আড়ালে লড়ছে।


পাঁচ) দিশেহারা


পাল্লা মেপে লড়তে গেলে,
অনেক জ্ঞানীই ধরাতলে।


ছয়) মহানমন্ত্র


স্মরণে তাঁরাই থাকেন স্মরণীয় যাঁরা,
কর্ম দিয়ে মুছে দেয় মানবতার কারা।