টোকায় ভরি                অ-দরকারি  
           কাগজপত্র কুড়িয়ে;
পড়তে নয়-                 বইতে হয়
          জীবন যাচ্ছে বুড়িয়ে।


কুড়িয়ে আনা               এ দেহখানা
        কার পাহারায় জানি না -
মানুষ বলে              কে গড়ে দিলে
        সে কি আমার শত্রু মা।


জীবনে বসে               হিসাব কষে
          কাকেই বা বল দেখাই;
মৃত লগ্নে                    রাখি যত্নে
          কলজে ভরে যা পাই।