আর একটু শুয়ে থাকা যাক না,
এত তাড়াতাড়ি করে,
হবেটা কি উঠে পরে,
উঠলেই যত কিছু ভাবনা।
তার থেকে শুয়ে থাকা যাক না।।


এটা কর সেটা কর,
মুখ ধুয়ে বই পড়,
তারপর খাবারটা খাও না।
কথা নয় মন দিয়ে,
পড়ো বই খাতা নিয়ে,
অঙ্ক কষায় মন দাও না।।


তাতেই কি হয় ছাই,
ইস্কুলে যাওয়া চাই!
নইলেই পিঠে দেবে বায়না।
এত সব ভালো লাগে?
তার চেয়ে শুয়ে আগে,
আরামটা ভোগ করা যাক না।।


না হয় করবো পরে ভাবনা,
আর এট্টু শুয়ে থাকা যাক না।।