এক ) অবসন্ন


পথ হারালে পথের মাঝে,
মরমি ব্যথা নীরবে বাজে।


দুই ) জন্মান্তরীণ


জন্ম যাদের ক্ষয়ের মাঝে,
ক্ষয়ে ভয় কি তাদের সাজে?


তিন ) হালনাগাদ


মেধার উন্নতি সীমাহীন,
তবু এরা বড় উদাসীন।


চার ) কর্ণধার


হাওয়া লাগলো পালে,
তবু তরি চলে হালে।


পাঁচ ) প্রচ্ছন্নবেকারি


ক্লান্ত বাজের হকারি,
পেট ভরেনি, বেকারই।


ছয় ) কুজ্ঝটিকা


দিনশেষে সংগ্রহে হতে চাও পূর্ণ!
হায়রে অবোধ শিশু! সবই মহাশূন্য!