এক) না পাওয়ার ভীড়


স্মৃতির আটপৌরে ঘর,
দিনদিন করে শুধু পর।


দুই) সমঝোতা


লাভ কী হবে কেবল পিছিয়ে?
তাইতো বসে আসন বিছিয়ে।


তিন) চোখের বালি


উদ্বায়ী মায়া!
তবু মেলে কায়া।


চার) জীবন কর্ষণ


বলার আগে শুনতে থাক,
জন্মে নয় কর্মে দেখ।


পাঁচ) হালের পানি


আসা যাওয়ার পথের ধুলায়,
না জানি কেমনে দিন কেটে যায়!


ছয়) কান কাটা


গল্পের গরুরা শোনে,
গরুর গল্প মনেমনে।