এক) দেয়াল


থাকা' আর 'না-থাকা'র ভীড়,
আর কখনো হবে কী চৌচির?


দুই) মুরগি


বিল্লী পেতে তো সময় লাগেনা,
চামচা কাঁটায় কেয়ার করে না।


তিন) শৃঙ্খলা


ছন্দেই নাচে মহান বিশ্ব,
নইলে সবাই হবে যে নিঃস্ব।


চার) ব্রতী


ধর্ম না ভেবে কর্ম কর,
কর্মেই হবে ধর্ম বড়।


পাঁচ) দোটানা


তুমি আছো বলে কবিতাও আছে,
না-কবিতা হয়ে এ মনের মাঝে।


ছয়) আধার


মাঝেমাঝেই পরিচয়টা হাতড়াই,
কিবা মূল্যে বেঁচে আছি? ভাবি তাই।