এক) ঘুন ধরা


সঠিক মানুষ!! পাওয়া ভার,
শীতল হচ্ছে দধীচি-হাড়।


দুই) শয্যা


মাটিতে জনম মাটিতে মরণ
মাটির জীবনে মাটীতে শয়ন।


তিন) অসময়ে


মায়া কয় 'ঠাঁই নাই',
তবু যেতে হয়, যাই।


চার) চিচিংফাঁক


দুধের চোনায় কাটলো ছানা,
বেড়িয়ে এলো মূল নিশানা।


পাঁচ) অধরা


কবির চাওয়া রবির চাবি,
নিবিড় পাওয়া গভীর দাবী।


ছয়) আগমনী


কাঁপন তুলেই এস্রাজে,
দিগন্তে ধুন ওই বাজে।