এক) সময়ের ভার


মুখোশ কি আর মানুষ একাই পড়ছে?
আজ সময়ও মুখোশ আড়ালে লড়ছে।


দুই) আপন প্রাণ বাঁচা


কেউ নেয় না কারও দায়,
সবাই মুক্তি পেতে চায়।


তিন) বিদায়ী পথ


মৃতের স্বর্গে জীবন রেখেছি বাজী,
স্বীকার করতে হয়না মনটা রাজি।


চার) মনের ভীড়ে


মানবেই লুক্কায়িত দানব, দেবতা;
পরিবেশে নির্ভর কার কী প্রবণতা।


পাঁচ) পৃথিবীর আমি


মনে তার বাজে সেতারের সুরে,
সীমানার বেড়া শুধু কাঁটাতারে।


ছয়) সান্ত্বনা


একদিন সবে মিলে একই কথা কবে,
ভয় কেন? পৃথিবী আবার শান্ত হবে।