এক) তুমিই পারো


উন্নতির মেধা সীমাহীন,
তবু এরাই বড় উদাসীন।


দুই) রুখে দাঁড়াও


জন্মই যার ক্ষয়ের মাঝে,
ক্ষয়ে ভয় কি তাদের সাজে?


তিন) অমৃতের পুত্র


জীবনের যত কৌশল,
মরণেই মোহনার জল।


চার) ঝড় থামবেই


রবে না কিছু অন্তিমে,
হিসেবমতোই বেদমে।


পাঁচ) একটু আলো


পথের কথা পথিক বোঝে,
গন্তব্যের নিশানা খোঁজে।


ছয়) পাটের আঁঠি


প্রত্যেকে আমরা পরের তরে,
না মানলেই গভীর অন্ধকারে।