এক) চলছে যেমন


চাল থে‌কে কেউ খায় আরামে পায়েস,
ফেন মেলাটাও কারো কপালে আয়েশ।


দুই) হাতেগোনা যায়


ভালো ও মন্দ দুনিয়ে দুনিয়া গড়া,
তবুও কঠিন ভালোর তালাশ করা।


তিন) জানলা খোলো


স্বপ্নকে আর স্বপ্নে রেখো না,
ছড়াও জীবনে পুরাও বাসনা।


চার) আমরা সবাই


জানিনা আর কবে বোধোদয় হবে,
আমার না বলে শুধু আমাদের কবে।


পাঁচ) স্রোতের পাঠ


হাল ধরাটাও হালকা কাজ নয়,
সময় স্রোতেই তাল মেলাতে হয়।


ছয়) কালের চলা


আধো আলো আধো অন্ধকারে,
প্রতিক্ষণ বদলায় ভাগ্যের ফেরে।