এক) অন্ধকূপ


জীবনভোরই দোটানা,
এই তো জীবন বাহানা।


দুই) বিশৃঙ্খলা


পৃথিবী ঠিকই থাকতো যদি,
চড়ায় হারিয়ে যেত না নদী।


তিন) বঙ্গবন্ধু


আপনার জন বঙ্গবন্ধু,
দৃপ্ত হলেও করুণাসিন্ধু।


চার) হাল ধরো


হাওয়া লাগলেও পালে,
তরী চলবেই হালে।


পাঁচ) শ্যেনদৃষ্টি


ক্লান্ত বাজের হকারি,
পেট ভরেনি, বেকারই।


ছয়) কেন না মানুষ


দিন যায় ভাইরাসেরাও রূপ পাল্টায়,
আতঙ্কিত মানুষই তাকে বাঁধে কব্জায়।