(এক)


টুনির ধন


মনের ধনী ন্যায্য মানি,
ধনের ধনী গরীব জানি।


(দুই)


বুক পোড়া প্রদীপ


অভ্যাসে দিলে টান,
ভালোবাসা খানখান।


(তিন)


ধারাপাত


নিত্য হারায়ে খুঁজি,
মেঘ যে তোমার পুঁজি!


(চার)


লালন পালন


চেতনার বীজে রঙিন মন,
অনায়াসে করে কালে গমন।


(পাঁচ)


পথ একটাই


আসলে তরী জীবন ঘাটে,
ফিরতে হবে একই বাটে।


(ছয়)


গড্ডালিকা প্রবাহ


রত্ন নিয়ে যে বিচার করে,
সমস্যা কি তাকেও ছাড়ে?