এক) আর এক কদম


এগিয়ে গেলে পিছোনো সহজ,
ভয়েতে ম'লে বিষাদে মগজ।


দুই) সাদামাটা চরম


সাদার মাঝেই সকল বর্ণ,
খোলা রেখো শুধু চক্ষু কর্ণ।


তিন) শুকতারার রাত


মনের রিদিমে বহু যন্ত্র‌ণা,
তবু দিনশেষে সেই মন্ত্রণা।


চার) খুঁটির সাথে সাথ


সুখদুঃখের স্বপ্ন দু'পিঠে,
বোঝাই যায়না মস্তো সে গিঁটে।


পাঁচ) সাজানো বাগানের


নোটের চশমা সব ঢেকেছে,
কোকিল হয়েই কাক সেজেছে।


ছয়) আমি নয় টানের


মনের মানুষ মনই চেনে,
'আমি' বসে শুধু প্রমাদ গোনে।