এক) রোষানলে


গনতন্ত্র ব্যস্ত হলে অন্ধবিচার নিয়ে,
আমজনতার আইনও যাবে মূত্যু ছুঁয়ে।


দুই) হালছাড়া


মাঝনদীতে হলে বেসামাল,
জীবন চলাও  টালমাটাল।


তিন) বিষ্ফোরন


আংটি দিয়ে যে বিচার করে,
সমস্যা কী তাকেও ছাড়ে?


চার) প্রয়োজনে


কাকেদের ঘরে কোকিলের মত,
সুর সম্রাটও  করে মাথা নত।


পাঁচ) দ্বন্ধ


দোটানার মাঝামাঝি হলে জীবনের বাজী,
তন যদি রাজিও হয়  তবু মন অরাজি।


ছয়) আবার নতুন সুরে


প্রতিটি পরশ যেন নতুন করে ভাবি,
প্রিয়ার হৃদয় জুড়ে বসন্তের ছবি।