১) নিয়তি গড়ি


চালাকি দিয়ে আপাত লাভ চোখে পড়ে,
অন্তিমে তা নিয়তি হয়ে টুটি ধরে।


২) অমৃতসমান


কবিতা দেবেই মনের প্রতিফলন,
বিষাদ সাগরে সেটাই মধুচয়ন।


৩) ঝড়ের দান


তৃপ্তি এলেই সৃষ্টির শেষ,
থাকবে না আর ঝঞ্ঝার রেশ।


৪) দুর্বিষহ


মরিনি তাই বেঁচে আছি,
অমানুষের কাছাকাছি।


৫) বজ্রকঠিন


আমরণ যুবা হয় উদ্দাম,
ভাবে না কি হবে তার পরিনাম।


৬) লুটের বাতাসা


টিকিট পেলে কে আর পায়!
প্রতিশ্রুতি দিন সাজায়।