এক) গরমজল


জলতরঙ্গে মিলিয়ে মন,
উত্তাপ রেখা খোঁজে এখন।


দুই) জোঁক পোষা


জোঁকের জন্যে রাজনীতি পথ,
পুষবে বলেই গড়া ইমারত।


তিন) আলোচনা


আলো ছেড়ে চনা নয়,
চনা করো আলোময়।


চার) মৃতের পাহাড়


'থাকা' 'না-থাকার' ফাঁক দ্রুত হারে  বাড়ছে,
মানুষও তাই, মানুষ হতে দানব বনে যাচ্ছে।


পাঁচ) ভবের ভাবে


তিয়াস তোমার মিটবে না আর,
না হলে সুধার ভব পারাপার।


ছয়) অবিরত


স্বপ্ন দেখতে নজর লাগেনা,
মনের কোণায় তার লেনাদেনা।