অন্ধ তো নয়!
চেয়েই দেখো না
এই তো খানিকটা দূরে,
জীবন জীবিকা টাকার পাহাড়ে
হারিয়ে যাচ্ছে দিশেহারা পথ ঘুরে ঘুরে...


দূর্নীতি রোধ!
মজ্জা ভাঙা কলকব্জায়
এখনো নানান ত্রুটি,
দুধপুকুরে জল ঢেলে ঢেলে
জলেই সবকিছু মাটি...


এখনো বলবে!
কেমন আছো হে
দিনবদল তো অনেক হলো,
তাও ঠিক বটে
শুধু চশমার কাঁচটাই কালো...


লাশকাটা ঘর!
সে আর এমন কিই বা হলো
দিব্যি এ.সিতেই সব ঘুমোচ্ছে আজ,
মানবিকতার লাশ কেটে
চলছে ওই ছাত্রাবাস রূপায়ণের কাজ...