সাড়া দেবার সময় চলে গেছে।
কোনো এক উজ্জ্বল সকালে-
সংবাদ পত্র আর চায়ের টেবিলে,
অসংখ্য লাশের ভীড় এড়িয়ে-
শুঁয়োপোকার গুটিতে আশ্রয়।
প্রজাপতি ডানা ...অনেক দশক পার।


স্বার্থপর দৈত্য যখন চাবুক মারে,
উত্তর নেই আমার দেবার মতন।
এখন সূর্য ডোবার পালা,
লাল টকটকে সূর্যের তেজ কই আর?
এখনোও খবর কাগজে অসংখ্য লাশ,
আর আমি হাতড়ে মরি কিছু জবাব।


সংঘাতের সাথে নেশাগ্রস্ত লাশ!
জাতে এক নয়, যদিও তা লাশই।


জাগতে ইচ্ছে করে, রক্তচাপের আপত্তি!  
আবার একই ভাবে সেই গুটির খোঁজে।


তবু ভাবতে ইচ্ছে করে কোনো নতুন সকাল
আমার দিকে আঙ্গুল তুলে বলুক,
বলুক অন্তত একবার -


তাদের চোখে আমি জীবন্ত লাশ!!!