আমাদের যত কথা কটু কিংবা মিঠে
সবই তো তোমার জন্যে, হে মানুষ!
কখনো গানে কখনো বা কবিতায়,
হতে পারে সেটা মোম জ্বালানো
অথবা হাঁটা পথের কোনো মৌনমিছিলও,
সবাই তো তোমার কথাই বলে।


একদিন এ পথেই তো হেঁটেছিল
সাধু, সন্ত বা বাউলের দল
হেঁটেছিলো অমৃতের সন্তান কত না বিপ্লবী,
শুধুই তোমায় ভালবেসে।
আমিও যে ছুটেছি অনেক মানবিক দায়বদ্ধতায়,
আর সেটাই স্বাভাবিক।


বলতে কি পারো-
তবুও আজ কেন এত হানাহানি?
কেন এখনো এতো অস্পৃশ্যতা অহর্নিশ?
মানুষ দেখেও দরজা আগলানো!
সাদা কালো, উচ্চ নীচ ভেদ!!
আজো কী গর্বে বলবে, তুমিই প্রানীর সেরা মানুষ!!


***************************
@@ আগামী কয়েক দিন বিশেষ কারনবশতঃ
আমকে কবিতা পোস্ট হতে বিরত থাকতে হবে।
ত্রুটি মার্জনীয়।