টুকরো কথা আকাশেতে পেঁজা তুলো,
নীলাঞ্জনার গ্রাসেই মুখর দিন গুলো।
সাদার প্রতীক উড়িয়ে কাব্য ডানা মেলে,
দোদুল দোল শারদ আকাশে ভেসে চলে।  


ছুট্টে দেখি সন্ধিপুজোর মহা ভোরে,
মন্ত্রবলে দেবী অসুরকে বধ করে ,
প্রশ্ন জাগে কেন গো এই অকাল বোধন?
দেবী বা কেন নীলপদ্ম করেন হরণ?


রাবণবধে মাতা হন খুব  বিচলিত।
উত্তর থাকে মন গভীরে নির্বাপিত!
মহাকাব্যে চরিত্র সব গুরুত্বে ঠিক,
কেউ কম নয় সক্কলেতেই চিরনির্ভীক।


এই জন্যেই সব কাব্য মহাকাব্যতো নয়,
যুক্তিতেই সার-অসারে কিছু তফাৎ হয়।